Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

অবস্থান ও সীমানা

ফাইতং ইউনিয়নটি বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় অবস্থিত। ইহা আজিজনগর ইউনিয়ন থেকে ২০১১ সনে দ্বিখন্ডিত হয়ে নবগঠিত ফাইতং ইউনিয়ন হিসাবে রূপ পায়। ফাইতং ইউনিয়নের আয়তন প্রায় ১৬.০০ হাজার একর । লামা উপজেলার সর্ব-উত্তরে ফাইতং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ও উত্তরে আজিজনগর ইউনিয়ন, পূর্বে গজালিয়া ইউনিয়ন ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন এবং দক্ষিণে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন অবস্থিত।

যোগাযোগ রাস্তাঃ

প্রধান সড়ক-  বানিয়ার ছড়া হইতে ফাইতং  বাজার হয়ে  লামা ।

                          ফাইতং বাজার থেকে আজিজ নগর কাচা সড়ক।

জনসংখ্যা ঃ  জনসংখ্যা প্রায় ১৬৫০০ জন।

মোট গ্রামঃ ৩৯ টি। 

প্রাথমিক বিদ্যালয়ঃ ১০ টি ।

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকঃ ৩টি।